ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘ঢাকায় বিএনপির সমাবেশে নাশকতার কোনো তথ্য নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:০৫, ৩ ডিসেম্বর ২০২২

ঢাকায় বিএনপির সমাবেশে নাশকতার কোন সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সব শঙ্কা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের এসএসসি ও এইচএসসিতে কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ১০ ডিসেম্বর সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নাই। তবে নাশকতার বিষয় বিবেচনায় রেখে পরিকল্পনা করছি।

বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে থেকে সরে এসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বলেও আশা প্রকাশ করেন পুলিশ প্রধান। 

বিশেষ অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, পুলিশ নিয়মের ভেতরে থেকেই অভিযান পরিচালনা করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি