ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর বকশীবাজারে মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে  এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে এই অভিযোগ তুলে বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

মাঠ উদ্বোধন করতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে।  এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন। 

এরপরই শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি