ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে ১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৭:৫০, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে মকবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আহত ১৮ জন।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে বিএনপি কর্মীরা অবস্থান নিলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন রনি (২৪), আনোয়ার ইকবাল (২৩), রাশেদ (২০), জুয়েল হাসান (৩০), খোকন (৪০), আরেফিন আহম্মদ (৩০), রাব্বি (২৮), বিল্লাল (২৫), নাজমুল (৩৫), জহির (২৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, আহতরা সকলে গুলিবিদ্ধ।

১০ ডিসেম্বর সমাবেশ সামনে রেখে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। 

পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা প্রথমে তাদের ওপর হামলা করেছে। এরপর পুলিশ আত্মরক্ষায় টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি