ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দিনভর রাজধানী ছিল প্রায় জনশ্যূন্য (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১০ ডিসেম্বর ২০২২

একই দিনে আওয়ামী লীগ আর বিএনপির সমাবেশ। উদ্বেগ আতঙ্কে শনিবার দিনভর রাজধানী ঢাকার রাস্তা ছিল একেবারেই ফাঁকা। ফলে বেশি ভাড়ায় রিক্সা কিংবা মোটরবাইকে গন্তব্যে পৌঁছাতে হয়েছে নগরবাসীকে। 

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে গেল কদিন ধরেই রাজনৈতিক আলোচনার উত্তাপ চায়ের দোকান ছাড়িয়ে পৌঁছেছে রাজপথেও। কী হতে পারে দুটি দলের নেতাকর্মীদের ভূমিকা, তা নিয়ে শঙ্কায় ছিলেন ঢাকাবাসী। গুরুত্বপূর্ণ কাজ থাকলেও, ঝুঁকি মনে করে ঘরের বাইরে বের হয়নি বহু মানুষ।  

রাজধানীর সড়কগুলো ছিল একেবারে ফাঁকা। গণপরিবহন না থাকায় রিক্সা আর সিএনজি ছিল প্রধান বাহন। অগত্যা যাদেরই বাইরে বেরুতে হয়েছে তারাই পড়েছেন বিড়ম্বনায়। বেশি ভাড়া নেয়ার অভিযোগও আছে চালকদের বিরুদ্ধে। 

একজন পথচারী বলেন, রাস্তা অল্প, তাও ভাড়া চায় দ্বিগুণ তাই হেঁটেই রওনা দিয়েছি। 

আরেকজন বলেন, "উপায় নাই তাই বেশি  ভাড়াতেই যেতে হচ্ছে গন্তব্যে।"

জীবন-জীবিকার তাগিদে গণপরিবহন নিয়ে যারা রাস্তায় নেমেছেন তাদের মধ্যেও ছিল আতংক।

রাজনৈতিক কর্মসুচী পালনের সময় জান-মালের ক্ষতি যেনো না হয়, সেদিকে খেয়াল রাখার দাবি সাধারণ মানুষের।

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি