ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

খিলগাঁও থেকে সাইবার অপরাধে ১ ব্যক্তি গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১২ ডিসেম্বর ২০২২

রাজধানীর খিলগাঁও থেকে সাইবার অপরাধী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেফতারকৃতের নাম মোঃ সালমান মিয়া (২৩)। তিনি নারীদের ছবি এডিট করে সোস্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও চিত্র ও ছবি তৈরি করে ছড়িয়ে দিতেন বলে র‌্যাব সূত্র জানায়।

আজ সোমবার বেলা পৌনে ১২ টার দিকে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, শনিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে  খিলগাঁও এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট  কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত  সালমান মিয়া দীর্ঘদিন ধরে নারীদের ছবি ব্যবহার করে ফেইক এডিটের মাধ্যমে অশ্লিল ছবি ও ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। 
 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি