ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কনসার্টসহ বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফুটবল উত্তেজনায় কাঁপছে পুরো দুনিয়া। দুই মাস ধরে চলা এই খেলার গ্রুপ স্টেজ, রাউন্ড অফ সিক্সটিন, কোয়ার্টারফাইনাল এবং সেমিফাইনাল শেষ করে সময় হয়ে গেছে ফাইনালের। ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল তো আর উৎসব ছাড়া হয়না। এই উত্তেজনার কথা মাথায় রেখে ট্রিপল টাইম কমিউনিকেশান আয়োজন করছে ফ্যান ফেস্ট।

রোববার (১৮ ডিসেম্বর) মোহাম্মদপুর ফিজিকাল ইন্সটিউট ফিল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইফ্যান ফেস্ট। শুধুই কী ফাইনালের লাইভ স্ট্রিমিং? তার উত্তর ‘না’। 

আয়োজকরা দর্শকদের জন্য শুধু খেলা দেখার ব্যবস্থায় করেননি, তার সাথে আছে মিউজিক কনসার্ট, ফুড ফেস্টিভ্যাল এবং গেমিং জোন। দর্শকদের পরিপূর্ণ এক্সপেরিয়েন্সের জন্য যা যা দরকার সব কিছুর ফিউশান থাকছে এখানে। 

মিউজিক কনসার্টের পরিপূর্ণতা আনতে পারফর্ম করছে বাংলাদেশের প্রথম সারির ব্যান্ডগুলো। পারফর্মার হিসেবে থাকছে ওয়ারসাইট, আপেক্ষিক, বে অফ বেঙ্গল, সোনার বাংলা সার্কাস এবং অর্থহীন। এছাড়াও আকর্ষনীয় ব্যাপার এই যে, বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও থাকছেন দর্শকদের সাথে ফাইনালের উত্তেজনা ভাগাভাগি করে নেয়ার জন্য। 

এতবড় ইভেন্টের সাথে নিজদের যুক্ত করেছেন অনেক বড় বড় সব ব্র্যান্ড। ইভেন্টের প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে স্যামসাং পাশাপাশি এসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে বাই হেয়ার নাও এবং আকাশ ডিটিএইচ। 

এছাড়াও স্ট্র্যাটেজিকাল পার্টনার দ্যা ডেইলি স্টার, এসোসিয়েট পার্টনার স্কিটো, বেভারেজ পার্টনার কোকাকোলা, পেমেন্ট পার্টনার বিকাশ, সিকিউরিটি পার্টনার ম্যাক্স সিকিউর, জার্সি পার্টনার জার্সি ইলিউশন এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি। অনলাইন প্রোমোশন এবং টিকিট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিবিএমএফসি, গেট সেট রক, কাস্টওয়ে অন দ্যা মুন এবং কোডিক্সেল। 

সাধারণ টিকিটের পাশাপাশি আয়োজকরা রেখেছে ভিআইপি টিকিটের ব্যবস্থা। ফ্যান ফেস্টের গেট ওপেন হবে দুপুর দুইটায়। অনলাইন টিকিট পাওয়া যাবে গেট সেটরকের ওয়েবসাইট এবং ভেন্যুতে। আর্জেন্টিনা ফ্যানদের জন্য অবশ্য রয়েছে বিশাল এক ছাড়। তারা মাত্র ১০০ টাকা দিয়েই কাটতে পারবে টিকিট। সবকিছু মিলিয়ে ফ্যান ফেস্ট হতে যাচ্ছে ফুটবল প্রেমী বঙ্গ মিউজিক লাভারদের জন্য এক মিলন মেলা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি