ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফানুস থেকে রাজধানীর ৩ স্থানে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ১ জানুয়ারি ২০২৩

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফানুসে রাজধানীর তিন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকার মানিকদি বাজার, পুরান ঢাকার লালবাগ ও  সদরঘাট এলাকায় ফানুস থেকে আগুন ছড়িয়ে পড়ে। এর একটির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে কাজ করতে হয়েছে।

শনিবার দিনগত রাত সাড়ে তিনটার সময় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। 

এরশাদ বলেন, ‘মানিকদি বাজারের সবুজ সাঁতার গলির একটি বাসায় আগুন লাগে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারপর আগুম নিয়ন্ত্রণে আসে। আর লালবাগ একটি ও সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটিসহ আরও দুটি ইউনিট যায়। তবে গিয়ে দেখা যায়, আগুন নিভে গেছে।’

এরশাদ হোসেন আরও বলেন, ‘আদাবরে বৈদ্যুতিক লাইনে সমস্যা হওয়ার কথা জানা গেলেও তা ফানুসের আগুন থেকে কি না, নিশ্চিত হওয়া যায়নি।’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি