ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১০:৫৬, ১ জানুয়ারি ২০২৩

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য।

রোববার (১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফিরোজের বাবার নাম টিপু সুলতান। ৪ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি। ফিরোজ অবিবাহিত ছিলেন। সমাজসেবা অধিদফতরের আজিমপুর অফিসে হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নিহতের ভাই নূর নবী রিয়াজ জানান, “আগারগাঁও তালতলা এলাকার জাদুঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আমার ভাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।”

তিনি আরও বলেন, “ভাইকে কারা হত্যা করেছে এখনই কিছু বলতে পারছি না। দীর্ঘদিন ধরে আমরা পরিবার নিয়ে আগারগাঁও তালতলা এলাকায় বসবাস করে আসছি।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি