ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ট্রাকের ধাক্কায় রাব্বি (২২) নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে মুমূর্ষু অবস্থায় রাব্বিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সে নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. অহিদ মিয়া জানান, রায়েরবাজার বালুরমাঠ এলাকায় রাব্বি একটি মুরগির আড়তে গত তিন মাস যাবত কাজ করছিল।

তিনি আরও জানান, মধ্যরাতে আড়ত থেকে ভ্যানে করে মুরগি নিয়ে তারা নাবিস্কো এলাকায় যান। সেখানে মুরগি নামিয়ে ফিরছিলেন তারা। তিনি নিজে ভ্যান চালাচ্ছিলেন এবং রাব্বি পেছনে বসা ছিলেন। পথে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেটের পাশে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়লে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয় রাব্বি। বিপরীত দিকে পড়ে যায় অহিদ মিয়া। তবে তার তেমন কোনো আঘাত লাগেনি। পরে তিনিই রাব্বিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি