ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হঠাৎ রাজধানীতে তীব্র যানজট, কারণ কী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১২ জানুয়ারি ২০২৩

রাজধানীতে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এরমধ্যে ঢাকা-ময়মনসিংহ সড়কে মহাখালী থেকে আব্দুল্লাহপুরগামী লেনে তীব্র যানজট দেখা যায়। খিলক্ষেত এলাকায় যানজটে আটকে থাকা গাড়ির সারি কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায়। 

অনেকেই ঠিক সময় গাড়িতে উঠে গন্তব্যে পৌঁছতে পারেননি। ৩০ মিনিটের পথ অতিক্রম করতে দুই ঘণ্টার বেশি সময় লাগে। এদিকে যানজট নিরসনে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় কর্মরত ডিএমপি ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে সড়কে।

এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমান বলেন, “টঙ্গীতে একটা সড়কে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। এ কারণে যানজট হচ্ছে। আরেকটি কারণ হলো, আশুলিয়ার সড়কে গাড়ির চাপ বেশি এবং সেখানে কোনো সড়ক বিভাজক নেই।”

পুলিশ কর্মকর্তা মনিবুর রহমান আরো বলেন, “ঢাকার গাড়িগুলো অনেক গতি নিয়ে বের হয়। কিন্তু যখন এক গাড়ি ইউটার্নে যায়, তখন স্বভাবতই গতি কমে আসে এবং এর পেছনে অনেক গাড়ি দাঁড়িয়ে যায়। এতে এই সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ কারণে উত্তরায় যানজট বেশি।”

আশুলিয়া প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে সড়কটি এমনিতেই সংকীর্ণ। এরপর সেখানে বিশ্ব ইজতেমার গাড়িগুলো আসছে। কিন্তু কোনো বিভাজক না থাকায় ওদিক থেকে আসা গাড়িগুলো সামনে প্রতিবন্ধকতা তৈরি করছে।”
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি