ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ছুটির দিনে মেট্রোরেলে যাত্রীদের উচ্ছ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৩ জানুয়ারি ২০২৩

সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেলে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। শুক্রবার সকালে পরিবার-পরিজন নিয়ে অনেকই ভিড় করেন আগারগাঁও ও উত্তরা উত্তর স্টেশনে। তাদের অনেকেই দূর-দূরান্ত থেকে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন স্টেশনের সামনে। এযেনো ভ্রমণ স্পট, সবার মধ্যেই দেখা গেছে উচ্ছ্বাস।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্টেশনে দেখা যায়, যাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছেন। স্টেশন গেট খুলে দিলে ট্রেনে ঢুকে অনেকেই ছবি ও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

সকাল সাড়ে ১০টায় মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে দেখা যায়, টিকিট প্রত্যাশী যাত্রীদের সারি স্টেশনের গেট থেকে পাসপোর্ট অফিসের সামনে গিয়ে ঠেকেছে।

আগারগাঁও স্টেশনে পরিবার নিয়ে ঘুরতে আসা যাত্রী মনিরুল ইসলাম বলেন, ‘প্রথমবার এসেছি পরিবার নিয়ে। মেয়ে আবদার করেছে। তাই সবাইকে নিয়েই চলে আসলাম।’

তিনি আরও বলেন, ‘এখানে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপরও ভালো লাগছে। দেখি উঠতে পারি কিনা।’

এদিকে মাকে নিয়ে মেট্রোরেলে চড়ে বেশ উচ্ছ্বসিত কল্যাণপুর থেকে আসা ইব্রাহিম। তিনি বলেন, “মেট্রোরেলে চড়ে খুবই ভালো লাগল। আমার মা’কে নিয়ে এসেছি। তিনি খুব খুশি হয়েছেন। আমারও খুব ভালো লেগেছে।”

এদিকে সাবেরা নামের এক নারী যাত্রী জানান, মেট্রোরেলে উঠতে তাকে আধা ঘণ্টা আগারগাঁও স্টেশনে লাইনে দাঁড়াতে হয়েছে। তবুও তিনি উঠতে পেরে সব কষ্ট ভুলে গেছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি