ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে শুরু হচ্ছে ‘সেরা কেক’ প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

‘কেক দ্য গ্রেট’ ম্যাগাজিনের আয়োজনে আগামী ২১ জানুয়ারি রাজধানীর গুলশানে সেলিব্রেটি  কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেরা কেক নির্বাচন প্রতিযোগিতা। 

এতে, হোম বেকার্স, কেক এবং কালিনারি আর্টিস্টরা অংশ নিতে পারবেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। 

প্রতিযোগিতায় আরও থাকছে ব্র্যান্ড প্রমোশনের জন্য স্টল, ডেমোন্ট্রেশন ক্লাস, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

গালা নাইট পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। জমকালো এই আয়োজন হতে যাচ্ছে ‘কেক দ্য গ্রেট’ ম্যাগাজিনের ডিরেক্টর তাসনুতা আলমের উদ্যোগে। 

ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 

আগ্রহীরা Tasnuta Cake Artistry ফেসবুক পেজ-এ ভিজিট করে আয়োজন এবং অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি