ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

মৃত্যুকূপ ডিঙিয়ে পথ চলছে মানুষ (ভিডিও)

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৭ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২১:১৮, ২৭ জানুয়ারি ২০২৩

ম্যানহোলের ঢাকনা খোলা। সারি সারি মৃত্যুকূপ ডিঙিয়ে পথ চলছে মানুষ। রাজধানীর রাজপথজুড়েই এই মৃত্যুফাঁদ।  

ঘটনাস্থল পান্থপথ বৌবাজার। বেশ কিছুদিন আগে খোলা ম্যানহোলে একজন ভিক্ষুক পড়ে গেলে তার হদিস মেলেনি আজও। রাস্তা থেকে ৩০ ফুট গভীর এমন গর্তে পড়লে বাঁচার সম্ভাবনা থাকার কথাও নয়। অথচ রাজধানীজুড়ে এমন মৃত্যুকূপ রয়েছে অসংখ্য। 

'সাইকেল, মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় যদি পড়ে, তাহলে তো আর রক্ষা নাই। কে দায় নেবে?" বললেন এক পথচারী। 

এবারের ঘটনাস্থল খোদ সংসদ ভবনের উল্টোদিকে এমপি হোস্টেলের সামনে। ফুটপাথ ধরে যতোগুলো ম্যানহোল ছিল তার অর্ধেকই গেছে চুরি। হাঁটতে ফিরতে কবে কে কখন দুর্ঘটনার স্বীকার হবেন তা বলা মুশকিল। 

এক পথচারী বলেন, "মানিক মিয়া এভিনিউ এ ২০ টা ম্যানহোলের ঢাকনা চুরি হয়েছে গেল ছয় মাসে। কিন্তু সেগুলো আর ঠিক করা হয়নি।" 

"কখন যে বাচ্চা ড্রেনে পড়ে যায়, নিজেই পড়ে যাই কিনা ঠিক নেই।" বলেন আরেক পথচারী। 

নগরজুড়ে প্রায় ৪০ হাজারের মতো ম্যানহোল রয়েছে ঢাকা ওয়াসার। এর এক চতুর্থাংশের নেই ঢাকনা। সড়কজুড়ে এমন মরণফাঁদে প্রায়ই আহত হচ্ছেন পথচলতি মানুষ। আর অভিভাবকেরা আতঙ্কে আছেন শিশুদের নিয়ে।

"কমিশনারের বাসা সামনের গলিতে, অথচ দিনের পর দিন যায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না।" বললেন আরেক পথচারী। 

এ ঘটনার দায় যেমন ঢাকা ওয়াসার তেমনি সিটি করপোরেশনেরও আছে দায়িত্ব। মাঝ থেকে উদ্বেগ আতঙ্ক নিয়ে পথ চলতে হয় ঢাকাবাসীর।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি