ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভাটারায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঈদনগর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার স্ত্রী তাসলিমা।

এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, “সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি