ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ছুরিকাঘাতে মন্ত্রীর এপিএস আহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র এপিএস সাদেক হোসেন চৌধুরী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত এগারোটায় এ ঘটনা ঘটে। পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বেইলি রোডের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি'র বাসভবন হতে দাপ্তরিক কাজ শেষে ফার্মগেট নিজ বাসায় ফেরার পথে মন্ত্রীর এপিএসকে বহনকারী গাড়িটি কাওরান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। তিনি এ সময় বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি