ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বুধবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পূর্ব পল্লবী, সেতারা কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। চাপ কম থাকতে পারে আশপাশের এলাকাতেও।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি