ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অবৈধ ওষুধ বিক্রি করায় ৩৪ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীতে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করার অপরাধে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ৩৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১০- এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় আজ র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করার অপরাধে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ৩৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়া আটটি ওষুধ গোডাউন সিলগালা করা হয়েছে। পরে অবৈধ ওষুধগুলো ধ্বংস করা হয়। অসাধু ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করে আসছিলেন।  

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি