ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহিদ (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। জাহিদ নীলফামারী জলঢাকা উপজেলার দেশিবাড়ি এলাকার মো. শফিকের ছেলে। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রী।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন জানান, খিলগাঁও সি-ব্লক পল্লীমা সংসদ সংলগ্ন মেইন রোডের একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন জাহিদ। তিনি ১০ তলা ভবনের সাত তলায় নিচ থেকে রুপসের মাধ্যমে মালামাল তুলছিলেন। এসময় তিনি ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি