ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণের হতাহতের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার রাতে বংশাল থানায় এই মামলা হয়। এর আগে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনার পর একটি জিডি করে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার জানান, বিস্ফোরণের ঘটনায় রাজউক, ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি তদন্ত করছে। তদন্তে যদি নাশকতা বা বিস্ফোরণ ঘটানোর প্রমাণ মেলে তাহলে অন্য মামলা দায়ের হবে। 

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে, আজ সকালে ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি