লিবার্টি স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী ছাত্র সমাবেশ
প্রকাশিত : ১৮:৩৭, ৯ মার্চ ২০২৩
রাজধানীর লিবার্টি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী ছাত্র সমাবেশ।
ঢাকা মেট্রো (দক্ষিণ) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১ টায় অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। প্রধান আলোচক ছিলেন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদ হোসেন। আরও বক্তব্য রাখেন লিবার্টি স্কুল এন্ড কলেজ- এর অধ্যক্ষ আশরাফুল আযম খান, লিবার্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান রকীব আহমেদ, অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সুব্রত সরকার শুভ, পরিদর্শক খিলগাঁও সার্কেল মো. আব্দুর রহীম।
বক্তারা মাদকের কালো ছোবল থেকে নিজেকে মুক্ত রাখতে ছাত্রছাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন। শেষে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিবার্টি স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান এস এম কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সহ অধ্যক্ষ শাহ মো.আব্দুল বাকী।
এমএম/
আরও পড়ুন