ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

গফরগাঁও সমিতি ঢাকা’র সভাপতি ফসিউল্লাহ, সম্পাদক সালেহীন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১৭ মার্চ ২০২৩

গফরগাঁও সমিতি ঢাকা’র কার্যনির্বাহী পরিষদের ২০২৩-২০২৪ কার্যকালের জন্য মাইক্রো ক্রেডিট  রেগুরেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো: ফসিউল্লাহ  সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ৩১ ডিসেম্বর ২০২২ মাওয়া রিসোর্ট লৌহ জং মুন্সি গঞ্জে বার্ষিক বনভোজন-সাংস্কৃতিক অনুষ্ঠান  ও সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। 

এ ছাড়াও  নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- মো: লোকমান হাকিম সহ সভাপতি, মো: ইব্রাহিম খান  সহ সভাপতি, হেমায়েৎ হুসেন  সহ সভাপতি, মো: মমতাজ উদ্দিন সহ সভাপতি, রওনক আফরোজ সহ সভাপতি, ড. আহমেদ মুনিরুছ সালেহীন সাধারণ সম্পাদক, অধ্যক্ষ মো: আমিনুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, হেদায়েত উল্লাহ মানিক যুগ্ম সাধারণ সম্পাদক, মোজাম্মেল হাসান অর্থ সম্পাদক, মহিউদ্দিন খান মানিক সাংগঠনিক সম্পাদক, মো: মোখলেছুর রহমান মানিক সাহিত্য ও সংকৃতি বিষয়ক সম্পাদক, মো: সিদ্দিক  হোসেন কাঞ্চন ক্রীড়া সম্পাদক, আনোয়ারুল কাইয়ূম কাজল প্রচার সম্পাদক,  মো: মাযহারুল হক, রিপন সমাজ কলাণ সম্পাদক, কামরুন নাহার সাহানা মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আপেল মাহমুদ দপ্তর সম্পাদক, মো: তৌহিদুল ইসলাম সুমন
শিক্ষা ও আইসিটি  বিষয়ক সম্পাদক।

কার্যনির্বাহী সদস্য পরিষদ সদস্য সদস্য. মোহাম্মদ মমিনুর রহমান, মো: মুহ্তাসিবুর রহমান খান, ড. মো: কামরুজ্জামান, মো: ইছরাইল খান (খোকন), মো: আশারাফুল আলম (স্বপন), ড. মো: নাজমুল হক,  মো: হারুন রশিদ (রানা), এ এন এম আহসান তৌহিদ মিলটন, মো: হাবিবুল ইসলাম, মো: নুরুজ্জামান রানা, মো: মাহবুবুল ইসলাম প্রিন্স,

কার্যনির্বাহী পরিষদ (মহিলা) সদস্য  ড. শাহীন আরা বেগম ও ছাত্র সদস্য আলিফ আহমেদ নির্বাচিত হয়েছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি