ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজধানীতে এডিস মশা বাড়তে পারে (ভিডিও)

মাহমুদ হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২৪ মার্চ ২০২৩ | আপডেট: ১২:১৮, ২৪ মার্চ ২০২৩

কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীতে এডিস মশার প্রকোপ বাড়বে বলে আশংকা করছেন কীটতত্ববিদরা। সিটি করপোরেশন এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গু জ্বরে প্রকোপ বাড়ার পাশাপাশি প্রাণহানীর আশঙ্কাও করছেন তারা। 

মার্চের মাঝামাঝিতে হয়ে গেল কয়েক দফা বৃষ্টি। এতে বাসা বাড়ির আসপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পাত্রে জমেছে পানি।  যা এইডস মশা বংশ বিস্তারে সহায়ক।

এই বৃষ্টিতে এডিস মশার প্রকোপ বৃদ্ধির আশংকা প্রকার করছেন বিশেষজ্ঞরা। অক্টোবর- নভেম্বরে ডেঙ্গুর বিস্তার বেশী থাকলেও এবছর আগেভাগেই এই রোগে আক্রান্তের শঙ্কা করছেন কিটতত্ত্ববিদদের।

"গত কয়েকদিনের বৃষ্টির কারণে নর্দমার বিভিন্ন জায়গায় পানি জমেছে। সেখান থেকেই এডিস মশার প্রকোপ বাড়তে পারে।" বলছেন কীটতত্ববিদরা।

সিটি করপোরেশন এখনি ব্যবস্থা না নিলে ডেঙ্গুতে মৃত্যু গত মৌসুমের চেয়ে বাড়তে পারে বলেও জানান তারা। 

পাশাপাশি সাধারণ নহরবাসীকেও সচেতন হওয়ার তাগিদ তাদের। 

ডেঙ্গুর সবচেয়ে বেশি সিবতার ঘটেছিল ২০১৯ সালে। ওই বছর এই জ্বরে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল। আর  ২০২২এ মৃত্যুর সংখ্যা ছিল ২০২।
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি