ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আরাভকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে এমন তথ্য নেই: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২৫ মার্চ ২০২৩

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে এমন তথ্য নেই। তবে আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এসব কথা জানান। 

দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন রবিউল ইসলাম ওরফে আরাভ খান। বহুবার নাম বদল করা এই আরাভ খান রাজধানীর বনানীতে পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলার আসামি।

হত্যা মামলা থেকে বাঁচতে ভারতে পালিয়ে গিয়ে সেখানে বিয়ে করে আরাভ খান। পরে ভারতীয় পার্সপোট নিয়ে দুবাই যায়। সম্প্রতি আলোচনার ঝড় উঠলে, ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় উঠে আসে নাম। 

শনিবার সকালে রাজধানীতে কানাডার ইউনাইটেড ন্যাশনস অফিসের সঙ্গে ড্রাগ এন্ড ক্রাইম নিয়ে যৌথ আলোচনার আয়োজন করে পুলিশের এন্টি টেররোজিম ইউনিট।

আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আরাভ খানকে ফিরিয়ে আনা প্রসঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক  আসামি হিসেবে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে। আমাদের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ রয়েছে।

এছাড়া রাজধানীর একটি হোটেল থেকে সম্প্রতি ৫৩ জনকে গ্রেফতারের বিষয়ে পুলিশ প্রধান বলেন, আইন মেনে তাদের গ্রেফতার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি