ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

শোক-শ্রদ্ধায় কালরাত স্মরণ বাংলাদেশ পুলিশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ২৬ মার্চ ২০২৩

শোক-শ্রদ্ধা আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে কালরাত স্মরণ করলো বাংলাদেশ পুলিশ।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়। 
পরে, নিহতদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন করে পুলিশ বাহিনী। 

ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের দিন ২৫শে মার্চ গণহত্যা দিবসকে আর্ন্তজাতিকভাবে স্বীকৃতির দাবি তোলেন বক্তারা। 

বর্বরতম গণহত্যার দিনটি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে আরও জোড়ালো পদক্ষেপ গ্রহণে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের প্রতি আহবান জানানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি