ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ায় বাসের রেষারেষিতে একজনের মৃত্যু, ২ বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২ এপ্রিল ২০২৩

সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান। এ ঘটনায় অভিযুক্ত বাস দুটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (২ এপ্রিল) সকাল ৭টা ২০ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আলী নুরের দুই বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। পথে বাস দুটির মাঝে চাপা পড়ে একটি মোটরসাইকেল। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী মেহেদীর। এ সময় বিক্ষুব্ধ জনতা বাস দুটিতে আগুন দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি