ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক, অবশেষে র‌্যাবের হাতে ধরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৬ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৫:৫৫, ৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর খিলক্ষেত থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক ছিলেন সে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়ি থানার বারহি নগর গ্রামের রফিক উল্লাহর পুত্র মো:  ইউসুফ আলী (২৮)। 

ফারজানা হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে রাজধানী খিলক্ষেতসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে আসামি ইউসুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

র‌্যাব-৩ এর  কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে: কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল চারটার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি