ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপ সমিতি ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ২০:২১, ৮ এপ্রিল ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ সমিতি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাজধানির ৫০ কাকরাইল, রুপালী লাইফ ইনসিওরেন্স লিমিটেড ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৩ সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। 

ইফতার মাহফিলে মানব জীবনে রমজানের ফযীলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইসলামি চিন্তাবিদ খালেদ সাইফুল্লাহ বকশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুরুল আলম।

এতে উপস্থিত ছিলেন, রুপালী লাইফ ইন্সিওরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ লাবলু, সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার সিটি এডিটর কানাই চক্রবর্তী, এম আর কলেজের প্রফেসর সিরাজুল মাওলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক সিরাজুল মাওলা, অর্থ সম্পাদক মোহাম্মদ আখতার হুসাইন, দিদারুল আলম, আব্দুল হাই, দিদার ঠাকুর, মাসুদ করিম, একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ইফতেখারুল আলম তারেক। 

ইফতার মাহফিলে সন্দ্বীপের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি