ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ সময়েও ঈদ বাজারে বিক্রি কম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ১৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ঈদ বাজার নিয়ে অসন্তুষ্ট বিক্রেতারা। বলছেন গেলো কয়েক বছরের তুলনায় এবারে বিক্রি অনেকটাই কম।আর ক্রেতাদের দাবি, এবারে সব পণ্যের দামই বাড়তি।এদিকে শাড়ির বাজার একেবারেই ক্রেতাশূণ্য। 

ঈদের আর মাত্র কদিন, তবে শেষ সময়ের চিরচেনা জমজমাট ক্রেতা সমাগম নেই মার্কেটে।যারাও আসছেন, কিনছেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। 

ক্রেতারা বলছেন, দেশি কিংবা বিদেশি সব ধরনের পণ্যের দাম এবারে অনেকটাই বাড়তি।

একজন বিক্রেতা বলেন, “কিনতে এসেছি, তবে সব জিনিসের দামই আগের বছরের চেয়ে অনেক বেশি।”

বিক্রেতারা বলছেন, এখন পর্যন্ত বিক্রি কম, তবে চাদ রাত পর্যন্ত বিক্রি বাড়ার আশায় আছেন তারা। তারা বলছেন, এবারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রচণ্ড গরমের কারণে মার্কেটে ক্রেতার ভিড় কম।

একজন বিক্রেতা বলেন, ”এবারে শুরু থেকেই ভিড় কম। তার ওপর এখন যে গরম, মানুষ ঘর থেকে বের হচ্ছে না।” 

এদিকে শাড়ির বাজারের বিক্রেতাদের কণ্ঠে শুধুই হতাশা।তারা বলছেন, আগে যেই ক্রেতা পাচ থেকে ছয়টা শাড়ি কিনতেন তারাই এখন একটা শাড়ি কিনে ঘরে ফিরছেন। 

একজন শাড়ি বিক্রেতা বলেন, “নারীরা শাড়ি পরা কমিয়ে দিয়েছে, তা না হলে শাড়ির বাজারে বিক্রি এতোটা কমবে কেনো!” 

তবে জুতা স্যান্ডেলের বাজার রমরমা।বিক্রেতারা বলছেন, রোজার শুরু থেকে এখন পর্যন্ত বিক্রি ভালো হচ্ছে। 

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি