গুলশানে বাস চাপায় বিদ্যুৎ অফিসের প্রকৌশলী নিহত
প্রকাশিত : ১০:০৬, ২৬ এপ্রিল ২০২৩
রাজধানীর গুলশানের শাহজাদপুরে ক্যামব্রিয়ান স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচচু মিয়া জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সদরুলের বন্ধু মমিনুল আহত হয়েছেন।
নিহতের মো. সদরুল হক (২৮) খিলগাঁও ডিপিডিসির (বিদ্যুৎ অফিসের) ফিল্ড অফিসার পদে প্রকৌশলী হিসেবে কমরত ছিলেন।
এঘটনায় দুর্ঘটনাকবলিত ভিক্টর পরিবহনের গাড়ি চালককে পুলিশ আটক করেছে এবং যাত্রীবাহী বাসটি জব্দ করেছে।
পুলিশ বলছে, নিহত সদরুল রাজশাহী জেলার চারঘাট থানার জাহেদুল হকের পুত্র। বর্তমানে স্ত্রী মাকসুদা আক্তারকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন এবং খিলগাঁও বিদ্যুৎ অফিসে ফিল্ড অফিসার পদে আউট সোর্সিংয়ের কাজ করতেন।
নিহত সদরুলের সহকর্মী মমিনুর রহমান জানান, তারা দুজনই খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ের কাজ করেন। মঙ্গলবার দুপুরে অফিস থেকে তারা দু'জন মোটরসাইকেলযোগে ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক ভারতীয় ভিসা সেন্টারে গিয়েছিলেন।
পরে ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। সদরুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এএইচ
আরও পড়ুন