হাজারীবাগে পরিত্যক্ত ট্যানারিতে হবে আধুনিক আবাসন (ভিডিও)
প্রকাশিত : ১১:৩৩, ২২ মে ২০২৩
রাজধানীর হাজারীবাগে ট্যানারি কারখানার পরিত্যক্ত জমিতে লেক, খেলার মাঠসহ আধুনিক সুযোগ-সুবিধায় পরিকল্পিত আবাসন তৈরি করতে চায় রাজউক। জমির মালিকরা রাজি হলেই কাজ শুরুর কথা জানান সংস্থাটির চেয়ারম্যান।
১৯৬০ সালে রাজধানীর হাজারীবাগের এক ব্যবসায়ী পাঞ্জাবী ট্রেডার্স নামে ট্যানারি শিল্পের সূচনা করেন। পরবর্তীতে স্বাধীনতার পর সরকারের সহযোগিতায় ব্যাপক বিস্তার লাভ করে ট্যানারি শিল্প।
সাভারে ট্যানারি স্থানান্তরের পর হাজারীবাগের ৩০০ বিঘা জমিকে রেড জোন ঘোষণা করে রাজউক। তাই এসব জমিতে কোনো স্থাপনা তৈরি করতে পারছেন না ভূমি মালিকরা।
স্থানীরা বলছেন, পর্যাপ্ত খোলা জায়গা, খেলার মাঠ, লেক করতে পারলে ভাল হবে। তবে, রাজউকের প্রকল্প সঠিক সময়ে শেষ হওয়া নিয়ে সন্দেহ রয়েছে তাদের।
স্থানীয়রা জানান, রাজউক যদি কোনো পরিকল্পনা নেয়, রাস্তাঘাটসহ পরিকল্পিতভাবে সবকিছুই থাকবে। এটা নিয়ে সরকার অনেকবার চেষ্টা করেছি কিন্তু সাফল্য দেখছিনা।
ট্যানারি ব্যবসায়ী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন, রাজউকের উদ্যোগ ভাল। তবে অধিকাংশ ভূমিমালিকরা জমি দেখিয়ে ব্যাংক লোন নেয়ায় জটিলতা তৈরি হয়ে আছে।
ঢাকা দক্ষিণ সিটির স্থানীয় কাউন্সিলর ইলিয়াছুর রহমান বাবুল বলেন, “তিনটি মৌজা আছে, বলেছি একটি মৌজার টাকা দিক আমরা ব্যাংকের টাকা পরিশোধ করবো। আর তা না হলে রাজউকের প্ল্যান আমাদেরকে দেওয়া হোক, আমরা করে নিবো।”
রাজউক বলছে, ট্যানারির পরিত্যক্ত জমিতে পরিকল্পিত ভবন করা হবে। পুরনো ঢাকার মত ঘিঞ্জি শহর হবে না।
রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, “জমির মালিকরা যদি রাজি থাকেন তাহলে রাস্তাঘাট, মাঠসহ একটা আধুনিক আয়োজন করা হবে। আর তারা যদি রাজি না হয় তাহলে আমরা আধুনিক প্ল্যান করে দিব, এই প্ল্যানে তারাই করে নিবে। এই দুটির একটিতে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।”
এএইচ
আরও পড়ুন