ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

মশার কামড়ে আর প্রাণ ঝড়তে দেয়া হবে না: মেয়র তাপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৩ মে ২০২৩ | আপডেট: ১৫:৪৬, ২৩ মে ২০২৩

দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, মশার কামড়ে আর কোনো প্রাণ ঝড়তে দেয়া যাবে না। এজন্য সকল কাউন্সিলরসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

রেলওয়ে কলোনি, নির্মাণাধীন ভবন, সরকারি-বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে পানি জমে থাকলে তা, ১৫ জুনের মধ্যে যদি পরিস্কার না করা হলে জরিমানার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র তাপস।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ নগর ভবনের হানিফ মিলনায়তনে মতবিনিময় সভায় এই হুশিয়ারি দেন তিনি

মেয়র তাপস বলেন, বিশ্বের উন্নত দেশের মতো ঢাকা দক্ষিণেও মশা নিধন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করার জন্য দুটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে সতর্ক করা যায় না। এর জন্য আদালতে ১০টি মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করার জন্য আবেদন করেন মেয়র তাপস। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি