ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজধানীর কাঁচাবাজারে ভেঙ্গে পড়ার ঝুঁকি, তার ওপর নোংরা-দুর্গন্ধ

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৬ মে ২০২৩ | আপডেট: ১২:১০, ২৬ মে ২০২৩

নোংরা আবর্জনায় ভরপুর সিটি করপোরেশনের বাজার। আছে ভেঙ্গে পড়ার ঝুঁকি। তার ওপর চরম দুর্গন্ধ।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৯টি কাঁচাবাজারের ২৩ টি ভবন অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর মধ্যেই চলছে বেচাবিক্রি। দুর্গন্ধ এতোটাই বিকট যে, বাজারে ঢুকলে ফিরে এসে করতে হয় গোসল, নোংরা হয়ে যায় পরনের কাপড়চোপড়। 

একজন ক্রেতা বলেন, “গোসল করে মাছ বাজারে গেলে আবার এসে গোসল করতে হয়, এতা নোংরা। এটা দেখার দায়িত্ব সিটি করপোরেশনের কিন্তু কেউ তো দেখেনা। 

আরেক ক্রেতা বলেন, পরিবেশটা দূষিত, বাথরুম দূরে তাই রাস্তাতেই  পেশাব করে বিক্রেতারা।”

আরেক ক্রেতা বলেন, “ট্যাক্স তো ঠিকই নেয় কিন্তু এসব দেখার কেউ নেই।” 

কিচেন মার্কেটগুলোর মেঝেতে পরে আছে মাছ মাংসের রক্ত। তার মধ্যেই পণ্য বিছিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সিটি করপোরেশনের কাঁচা বাজারগুলোর বেহাল অবস্থা ফেরাতে চান কাউন্সিলররাও। কিন্তু নানা কারণেই তা ব্যাহত হচ্ছে।

একজন কাউন্সিলর জানালেন, “তাদেরও যাকে ব্যবসার ক্ষতি না হয়, ক্রেতারাও যাতে সুস্থ পরিবেশে বাজার করতে পারে সেই লক্ষ্যে কাজ করছি আমরা।” 

ক্রেতাদের অভিযোগ, বাজারের এমন পরিবেশে অসুস্থ হয়ে পড়ছেন তারা। পণ্য কিনতে গিয়ে বাড়িতে বহন করে আনছেন রোগ-জীবাণু। 

এসবি/ 

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি