ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

স্বয়ংক্রিয় হেমাটোলজি মেশিন বিষয়ে আলোক হেলথকেয়ারের সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৩১ মে ২০২৩ | আপডেট: ১৫:৫৫, ৩১ মে ২০২৩

আলোক হেলথকেয়ার, বায়োটেক সার্ভিসেস এবং সিসমেক্স’র সহযোগিতায় গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেল এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে স্বয়ংক্রিয় হেমাটোলজি বিশ্লেষক সিরিজ, সমন্বিত ব্লাডসেল মরফোলজি বিশ্লেষকের সাথে সমন্বিত সিস্টেম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে তিনশ’র বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আলোক হেলথকেয়ার প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে এসেছে স্বয়ংক্রিয় হেমাটোলজি (রক্তরোগ) বিশ্লেষক মেশিন। যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত। 

সেমিনারে বক্তব্য রাখেন বায়োটেকের স্বত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. রমজান আলী এবং আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি