ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজধানীতে কোরবানির পশুর হাট বসছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৩ জুন ২০২৩

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ১৯টি স্থানে বসেছে পশুর হাট। এসব হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। কয়েকদিন ধরেই পশুভর্তি ট্রাক রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে। তবে শুক্রবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন হাট ইজারাদাররা।

বিভিন্ন হাটের পশু ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত থেকে তারা পশু বিক্রির জন্য হাটগুলোতে আসতে শুরু করেছেন। তবে ঈদ এগিয়ে এলে সড়কে যানজট ও ঝামেলা এড়াতে অনেকে কয়েকদিন আগেই চলে এসেছেন।

এদিকে হাটগুলোর ইজারাদারের কর্মীরা জানান, কয়েকদিন ধরেই হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। ঈদ যত ঘনিয়ে আসবে হাটে পশু আরো বাড়বে। সেই সঙ্গে বিক্রিও জমে উঠবে। পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে ডিজিটাল বুথ, জাল টাকা শনাক্তের মেশিনসহ পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে।

এবার রাজধানীতে অস্থায়ী ও স্থায়ী ১৯টি কোরবানির পশুর হাটের জায়গা চূড়ান্ত করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি