ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

রাজধানীর হাটগুলোর বাড়তি আকর্ষণ বড় আকৃতির পশু (ভিডিও)

মাহমুদ হাসান

প্রকাশিত : ১১:৪১, ২৫ জুন ২০২৩

রাজধানীর হাটগুলোতে কোরবানীর পশু উঠতে শুরু করেছে। বাহারি নামের বৃহৎ আকৃতির গরু-মহিষ আসছে হাটগুলোতে। খাসি-দুম্বা-ভেড়াও উঠছে সমানতালে। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে কোরবানীর পশুর হাট শুরু হবে আজ ২৫ জুন থেকে। তবে এর আগেই হাটগুলোতে উঠেছে কোরবানীর পশু। 

গাবতলী হাটে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল আকৃতির ফিজিয়ান জাতের এই গরু। যার দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা। আর এটি কিনলে ফ্রি মিলবে আরও একটি গরু।

গরুর মালিক জানান, ফরিদপুরের ‘ডন’, ওজন আছে ১৬শ’ কেজির বেশি। এটা দাম চাচ্ছি ২৫ লাখ টাকা। তবে এটার সঙ্গে আরেকটি গরু ফ্রি দেওয়া হবে।

এমন আরও দানব আকৃতির বেশ কয়েকটি গরু উঠেছে এখানের হাটে। যাদের ওজন বারো থেকে চৌদ্দশ’ কেজির মধ্যে। দামও বেশ চড়া।

এই গরুর পাইকাররা জানান, মানিকগঞ্জের সিঙ্গার থেকে ‘মহারাজা’কে এনেছি। গরুটির ওজন ১ হাজার কেজির বেশি। 
আরেকজন জানান, ‘কালা পাহাড়ের’ ওজন ১২শ’ ৪০ কেজি। ৯ লাখ টাকা বিক্রি করা হবে। অন্য একজন জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ‘রাজাবাবু’কে এনেছি। ৩৫ মণ ওজনের রাজাবাবুর দাম চাচ্ছি ২০ লাখ টাকা।

শুধু গরু না, এবারের হাটে বিশাল আকৃতির মহিষও উঠেছে। এই মহিষের ওজন বারোশ’ কেজির উপরে। 

শত কেজির দুম্বার দাম সাড়ে চার লাখ টাকা। একটি কিংবা দুটি নয় এমন দুম্বার সংখ্যাও অনেক।

দুম্বার মালিক জানান, ৫টি দুম্বা আনা হয়েছে, আমাদের নিজস্ব খামারের দুম্বা। দুম্বার দাম চাচ্ছি ৪ লাখ, সাড়ে ৩ লাখ, ৩ লাখ টাকা।

একশ’ কেজি ওজনের খাসিও আছে হাটে। দাম হাঁকানো হচ্ছে দেড় লাখ টাকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি