ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে ছিনতাইকারীদের হাতে পুলিশ সদস্য খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১ জুলাই ২০২৩

রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের হাতে এক পুলিশ সদস্য খুন হয়েছেন।

শনিবার (১ জুলাই) সকালে সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কনস্টেবলের নাম মনিরুজ্জামান তালুকদার তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

তার বাড়ি শেরপুরে। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাচ্ছিলেন মনিরুজ্জামান।

ডিসি তেজগাঁও জানিয়েছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন, বিষয়টি ছিনতাই না অন্য কিছু তা তিনি নিশ্চিত নন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি