ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৮ জুলাই ২০২৩

ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষনা দিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। 

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার সকাল থেকে অবস্থান নেন তারা। 

চিকিৎসকরা জানান, সারাদেশে সাড়ে সাত হাজার পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসক আছেন যারা ভাতা পান। ভারত, পাকিস্থান থেকে বাংলাদেশে ভাতার পরিমাণ অনেক কম। 

অর্থ সংকটে পড়ে রোগীদের সময় দিতে পারেন না বলে জানান চিকিৎসকরা। বর্তমানে ভাতা ২০ হাজার কিন্তু খরচ এর থেকে কয়েকগুণ বেশি। এই ভাতা আবার প্রতি মাসে না দিয়ে একবারে ছয় মাস পর পর দেওয়া হয় বলেও জানান তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি