ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। তার নাম পারভিন সুলতানা (৫৮)।

রোববার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় আহত হয়েছেন তার ভাতিজা আইনজীবীর সহকারী সাখাওয়াত হোসেন হিমেল (৪১)।

হাসপাতালে আহত হিমেল জানান, তারা থাকেন সূত্রাপুর মোহনি মোহন দাস লেনে নিজেদের বাড়িতে। নিজেদের জমি সংক্রান্ত একটি মামলার জন্য সকালে তারা ফুপু-ভাতিজা দুজন মোটরসাইকেল করে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী কুতুবখালীতে হানিফ ফ্লইওভারের ওঠার কিছুটা অদূরে পিছন থেকে একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১টায় পারভিন সুলতানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা জানান, কুতুবখালী পকেট গেটে একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনার পরপরই চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি