ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বিমানের সিটের নিচে মিললো ২৬ কেজি স্বর্ণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৭ জুলাই ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নীচ থেকে ২৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি।  

রোববার রাতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্স (ইকে-৫৮৪) ফ্লাইট তল্লাশি করে ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণে রতরল পেস্ট উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টীমের উপ-কমিশনার (ডিসি) সেগুফতা মাহজাবিন স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে ঢাকা কাস্টম হাউস ও অন্যান্য সংস্থার সদস্যরা ওই বিমানে যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি