ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

খিলক্ষেতে ৪ ভবনে রাজউকের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১৮ জুলাই ২০২৩

রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন-৪/৩। নির্মানাধীন ভবনের অনুমোদিত নকশায় ব্যতিক্রম থাকায় ইমারতের অংশ আংশিক অপসারণ ও ১৫ লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ও অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক নির্মল মালো , আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, রাজধানীর খিলক্ষেতে আমরা অভিযান পরিচালনা করেছি। চারটি ভবনে অনিয়ম পেয়েছি। সর্বমোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে।‌

তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে নগরবাসীর নিরাপত্তা রক্ষায় আমরা অভিযান পরিচালনা করব।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি