ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৩ জুলাই ২০২৩

রাজধানীর হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলক গমেজ (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত পুলক গাজীপুরের কালিগঞ্জের নাগরি গ্রামের বিপিন গমেজের ছেলে। পরিবারের সঙ্গে নর্দা এলাকায় থাকতেন। গুলশানের মার্টিন লুথার কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

রোববার (২৩ জুলাই) ভোরে ওয়াবদা রোডের মুখে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু নয়ন (২২)।

নিহত পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, রাতে বন্ধু নয়নের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তারা। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রাস্তায় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে তারা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে ভোরে মৃত ঘোষণা করেন।
 
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, ওয়াবদা রোডের মুখে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি