ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসি`র টাস্কফোর্স গঠন
প্রকাশিত : ০৮:২৫, ২৬ জুলাই ২০২৩
ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি'র সকল ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম গ্রহণের জন্য ৭ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ডিএনসিসি'র সচিব মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুতকরণ, যেমন-নির্মাণধীন ভবন, সুউচ্চ ভবন, টিনসেড বাড়ি, সরকারি অফিস, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, হোস্টেল, ছাদ বাগান, পরিত্যক্ত বাড়ি, জলাশয়, ড্রেন, খোলাবাজার ইত্যাদি।
এছাড়া লার্ভা সনাক্তকরণ ও ধ্বংস করা এবং তালিকা প্রস্তুতকরণ। ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুতকরণ এবং ডাটা এন্ট্রি করবে টাস্কফোর্স কমিটি।
এএইচ
আরও পড়ুন