ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতবিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১ আগস্ট ২০২৩

দেশের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস এর সহযোগিতায় সোসাইটির যোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব। 

এসময় আরো উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, উপ-মহাসচিব সুলতান আহমেদ, যোগাযোগ বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, আইএফআরসি’র হেড অফ ডেলিগেশন সঞ্জীব কাফলে ও আইসিআরসি’র কমিউনিকেশন এন্ড প্রিভেনশান কো-অর্ডিনেটর তৌফিক মোহাম্মদ তৌরে।

বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন ও সমসাময়িক মানবিক সংকট বিষয়ক আলোচনার মধ্য দিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় হয়। সভায় হিউমেনিটেরিয়ান জার্নালিজমের উপর সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ড. গোলাম রহমান। 

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরা হয় বিভিন্ন সেশনের মাধ্যমে। ভবিষ্যতে গণমাধ্যমকর্মীদের সাথে কাজের ক্ষেত্র বাড়াতে বিভিন্ন সম্ভাবনাও চিহ্নিত করা হয়।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি