তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত : ১২:০২, ১৬ আগস্ট ২০২৩
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উত্তরার তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলে পালিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) উত্তরাস্থ জমজম কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন পাবনা ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা ভাইস চেঞ্চেলর প্রফেসর ড. মুহাম্মাদ আমিন উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী, ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলভ অর্গানাইজেশন (IRDO)র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মাসউদুল আলম মুজিব।
সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর এমএম রবিউল ইসলাম, এরোনেটিক্যাল ইন্সটিটিউট বাংলাদেশের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আফজাল হোসাইন, বজলুল করিম, কাউসারুজ্জামান, সাদ আহমাদ।
এছাড়াও স্বাগত বক্তব্য প্রদান করে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুহাম্মাদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সিরাজুল আরেফিন, শিক্ষার্থী জহিন রওনক করিম। এ ছাড়াও শিক্ষার্থীদের কন্ঠে তিলাওয়াত, গান ও কবিতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এএইচ
আরও পড়ুন