ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

অল্প বৃষ্টিতেই সয়লাব রাজধানী, দুর্ভোগে মেগাসিটির মানুষ (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ০৯:০৬, ১৯ আগস্ট ২০২৩

অল্প বৃষ্টিতেই সয়লাব রাজধানীর রাস্তাগুলো। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফ্লাইওভারের উপরেও জমে থাকে পানি। সবমিলে দুর্যোগে দুর্ভোগ চরমে মেগাসিটির মানুষের। 

গেল ক’দিনে খুব যে বেশি মুষলধারে বৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। তারপরও জল জমে আছে রাজধানীর বিভিন্ন এলাকায়। 

শিক্ষার্থী জানান, রাস্তাটার এতো বাজে অবস্থা যে, হাল্কা একটু বৃষ্টি হলেই প্যাক কাঁদা হয়ে যায়। সকালে স্কুলে আসতেই প্যান্ট আর জামা ভিজে একাকার।

শুধু যে রাস্তাগুলোতেই জমে থাকে নর্দমার জল তা কিন্তু নয়। খোদ ফ্লাইওভারে জমে থাকা জলে নাস্তাবুদ যানবাহনচালকেরা। আর এ নিয়ে প্রায়শই ঝগড়া বিবাদ পথচলতি মানুষের মধ্যে।

চালকেরা জানান, ফ্লাইওভারে পানি থাকলে যেটা হয়, মোটরসাইকলের টায়ার স্লিপ করে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। কার কাছে বলবো, কোথায় বললে এটার সমাধান হবে বা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে তা আমরা জানিনা। 

ভূক্তভোগীদের ধারণা, ওয়াসার ড্রেন পরিষ্কার নিছকই লোকদেখানো। বছরজুড়ে বাড়ির মালিকেরা নির্মাণ সামগ্রী ড্রেনে ফেলায় অনেক এলাকার স্যুয়ারেজ লাইন একেবারে বন্ধ হয়ে গেছে। যে কারণে অল্প বৃষ্টির পর জলাবদ্ধতার ধকল সইতে হয় নগরবাসীকে।

এলাকাবাসীরা জানান, জায়গায় জায়গায় পানি জমে আছে। ছেলেমেয়েরা অসুস্থ থাকে প্রায়ই। 

তিলোত্তমা ঢাকার স্বস্তি ফেরাতে ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন চান রাজধানীর মানুষ। একইসঙ্গে ভরাট হওয়া খালগুলোর পুনরুদ্ধার চান তারা।

নগরবাসীরা জানান, বর্তমান সময়ে ঢাকাকে তিলোত্তমা করে গড়ে তোলবার জন্য সর্বাধিক ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু এর পাশাপাশি কিছু কিছু সমস্যায় প্রকট আকারে রয়ে গেছে। এর মধ্যে প্রধান হচ্ছে জলাবদ্ধতা। এই সমস্যা আমাদের জীবনকে প্রতিদিন বিঘ্নিত করে তুলছে।

বছর জুড়ে জলাবদ্ধতার কথা বলা হলেও তা নিরসন করেনি ঢাকা ওয়াসা আর সিটি কর্পোরেশন। আগে রাস্তায় জল জমলেও এখন তা জমতে শুরু করেছে ফ্লাইওভারে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি