ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ২০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর কিছু এলাকায় আজ দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

শুক্রবার (১৮ আগস্ট) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য রোববার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা বনানী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি