ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২১ আগস্ট ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি।

রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীর কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াত সরকারের মদদে নারকীয় হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। 

স্মরণ করা ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন শদীদকে। 

পরে, তাদের স্মরণে ২৪ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে সংগঠনের নেতাকর্মীরা। 

সে সময় বক্তারা ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়া ও মানবতা লঙ্ঘনকারী বিএনপি-জামায়াতের বিচারের আওতায় আনার দাবি জানান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি