ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু মোকাবিলায় উত্তর সিটি কর্পোরেশনের সাথে ‘স্বপ্ন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২৪ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে কাজ করলো রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’। 

গত ২২ শে আগস্ট থেকে ২৪ আগস্ট টানা তিনদিন রাজধানীর মিরপুর শেওরাপাড়া, মিরপুর ১, কাজীপাড়া, মনিপুরসহ বেশ কিছু এলাকায় সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে কাজ করেছে ‘স্বপ্ন’ । 
এসব এলাকার অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস, ওয়াসার পানির মিটারে জমে থাকা পানি অপসারণ, লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করাসহ পানির মিটারে মাসে একবার নোভালিউরোন ট্যাবলেট প্রয়োগ করার কাজে সিটি কর্পোরেশনের সাথে যুক্ত কাজ করেছে ‘স্বপ্ন’ ।
 
এ সময় সিটি কর্পোরেশন থেকে ডাক্তার মাহমুদা আলী, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ৫০ জন স্বপ্নে'র স্বেচ্ছাসেবী হিসেবে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির নাসির গণমাধ্যমে বলেন, দেশে উল্লেখযোগ্য হারে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। বিভিন্ন বয়সী মানুষের সাথে সাথে শিশুদেরও মৃত্যুর হার বাড়ছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে প্রাইভেট সেক্টরেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছি। তাই সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে স্বপ্ন'র সেচ্ছাসেবী কর্মীরাও যোগ দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গু মোকাবিলায় একযোগে কাজ করছেন।

উল্লেখ্য, এই কার্যক্রম শুরুর আগে স্বপ্ন একটি ট্রেনিং অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে এই ৫০ জন স্বেচ্ছাসেবী ডেঙ্গু মোকাবিলায় করণীয় পদক্ষেপ বিষয়ে ট্রেনিং নেন। ট্রেনিংটি পরিচালনা করেন ডাক্তার মাহমুদা আলী, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি