ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ঢামেককে ডেঙ্গু পরীক্ষার কিট দিল মোমেডস্

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৩০ আগস্ট ২০২৩

ডেঙ্গু পরীক্ষার জন্য ৪০০টি কিট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে (ঢামেক) দিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান মোমেডস্। 

আজ বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কিট হস্তান্তর করা হয়।

মোমেডস্‌ প্রতিষ্ঠাতা ও সিইও ইকমাল মোমিন ডেঙ্গু পরীক্ষার কিট ঢামেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে
হস্তান্তর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোমেডস্ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে
কাজ করে আসছে। 

করোনা মহামারীর সংকটকালীন সময়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। মহামারীর সময় মোমেডস্ সুযোগ-সুবিধা কম থাকা দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, নাসাল ক্যানুলা, প্রয়োজনীয় ওষুধ, হুইলচেয়ারসহ অত্যাবশকীয় চিকিৎসা সরঞ্জাম দান করেছিল। 

একইসঙ্গে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি