ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাকায় চীনা নাগরিক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ৩০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই চীনা নাগরিকসহ  তার সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) রাতে উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।

ওসি মাসুদ আলম আরও বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেপ্তারের পর দুজন এখন কারাগারে।শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখন ছাত্রীটি পরিবারের হেফাজতে আছে।

থানা সূত্রে জানা গেছে, কলেজছাত্রীর অভিযোগ জানায়, বিয়ে করে চীনে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগীকে আটকে রেখে ধর্ষণ করেছেন চীনা নাগরিক জি সেন। আর এ ধর্ষণের ঘটনায় সহযোগী হিসেবে ছিলেন বাংলাদেশি নাগরিক (নারী) হীরা চাকমা। গতকাল সোমবার তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর রোববার (২৭ আগস্ট) ওই ভুক্তভোগীকে একটি কফি শপে নিয়ে যান জে সেন ও হীরা চাকমা। সেখানে অন্য এক নারীকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চায় ভুক্তভোগী। ঘটনাটি পুলিশকে জানানো হলে ছাত্রীটিকে উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ আরও জানায়, ওই ছাত্রী উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে পার্টটাইম কাজ করেন। চীনা নাগরিক জে সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ভুক্তভোগীর। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে ছিলেন হীরা চাকমা।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি